আজ শনিবার, ১৪ই বৈশাখ ১৪৩১, ২৭শে এপ্রিল ২০২৪

৫৯ বিজিবির অভিযান শিবগঞ্জ সীমান্তে দুই কেজি হেরোইন ও ইয়াবা উদ্ধার

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের জামতলা ঘাট এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন ও সাড়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়ন। গত সোমবার রাত সাড়ে ১০টায় রহনপুর ব্যাটালিয়নের নায়েব সুবেদার ধীরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে একটি বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৩/৪ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান চালায়।

রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন নিজস্ব গোয়েন্দা সূত্রে বিজিবি জানতে পারে চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারত হতে বিপুল পরিমাণ হেরোইন ও ইয়াবা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে পারে। এমন খবর পেয়ে বিজিবির টহল দল নামোচকপাড়া গ্রামের জামতলা ঘাট এলাকায় পাট ক্ষেতে ওঁৎ পেতে থাকে। এর একপর্যায়ে ৩ জন চোরাকারবারি ব্যাগ নিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করলে তারা ব্যাগ ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির টহল দল ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২ কেজি ভারতীয় হেরোইন এবং সাড়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইন ও ইয়াবা শিবগঞ্জ থানায় জমা দেয়া হবে।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ