আজ বুধবার, ২৭শে ফাল্গুন ১৪৩১, ১২ই মার্চ ২০২৫

আতাহির বুলনপুরে সেনাবাহিনীর অভিযান দেশীয় তৈরি বাংলা মদ উদ্ধার

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহির বুলনপুরে মনা ঠাকুরের মদের ভাটিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি বাংলা মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার রাতে এই অভিযান চালানো হয়। পরে উদ্ধার করা মদ ও সরঞ্জাম সদর থানায় জমা দেয়া হয়। 

সদর থানার এসআই হরেন্দ্র নাথ জানান, মনতোষ কুমার ওরফে মনা ঠাকুরের মদের ভাটি তল্লাশি করে সেনাবাহিনী ১১টি ট্রামে ২০০ লিটার করে দৈশীয় তৈরি বাংলা মদ, ৩ হাজার ১৫৫টি মদ ভর্তি বোতল, তিনটি মোটরসাইকেল ও ১৩ হাজার ৯৫৭ টাকা উদ্ধার করে সদর থানায় জমা দেয়। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান বলেন শনিবার রাতে সেনাবাহিনীর একটি দল আমনুরার দিকে যাচ্ছিল। পথে মনা ঠাকুরের মদের ভাটির সামনে কয়েকজন লোকের ভিড় দেখে সেনাবাহিনীর দলটি সেখানে যায়। এসময় লোকজন পালিয়ে যায়। আদালতের মাধ্যমে এইসব মদসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হবে বলে জানান সদর থানার ওসি মতিউর রহমান।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ