নবাবগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন বিভাগে ১০০ ডেস্কটপ ও ২৩টি ল্যাপটপ বিতরণ
- ৪ঠা অক্টোবর ২০২১ রাত ০৯:৪২:২৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স বিভাগ, প্রশাসনিক ভবন, বঙ্গবন্ধু কর্ণার ও আইসিটি বিভাগে ১০০টি ডেক্সটপ ও ২৩টি ল্যাপটপ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) সকালে কলেজের প্রশাসনিক ভবনের চতুর্থ তলায় আসিইডিজি কার্যালয়ে ডেস্কটপ ও ল্যাপটপ বিতরণ করেন অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুণ্ড।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরুসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকগণ।
প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু জানান, নবাবগঞ্জ সরকারি কলেজে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যমে কলেজের বিভিন্ন বিভাগে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার, বিভিন্ন ক্লাসরুম ,আউটডোর, এসি, কলেজের চারিদিকে মনিংওয়াকিং রোড, বিভিন্ন বিভাগের অফিস রুম অত্যাধুনিক করা, বিশুদ্ধ পানি সরবরাহসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রায় কোটি টাকা ব্যয়ে কলেজের বিদ্যুতিক সমস্যা সমাধানের ৫০০ কেভি পাওয়ার সাব স্টেশনের কাজ চলমান রয়েছে।
০ টি মন্তব্য