আজ বৃহঃস্পতিবার, ১৬ই কার্তিক ১৪৩১, ৩১শে অক্টোবর ২০২৪

বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হক ওতার সহধর্মিনীর রুহের আত্মার মাগফেরাত কামনা করে জেলা মিল মালিক ও আতপ চাল ব্যবসায়ী সমিতির দোয়া

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক ও তার সহধর্মিণীর আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা দোয়া, মাহফিল ও ইফতার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা মিল মালিক ও আতব ধান চাল ব্যবসায়ী সমিতি । 

শুক্রবার বাদ আসর বিশ্বরোড মোড় সংলগ্ন তাদের নিজস্ব অফিসের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মোখলেসুর রহমান সমিতির সাধারণ সম্পাদক মসিউল  করিম বাবু। আলোচনা ও দোয়া মাহফিল শেষে মোজাম্মেল হক ও তার সহধর্মিণী রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন টাউন জামে মসজিদের পেশ ইমাম মাহবুবুর রহমান।

সমিতির পক্ষ থেকে আগামী শুক্রবার কবর জিয়ারত ও এতিমখানায় খাবার প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ