আজ বুধবার, ২০শে অগ্রহায়ণ ১৪৩১, ৪ঠা ডিসেম্বর ২০২৪

রানীহাটিতে সুন্দর হাতের লেখা কুইজ ক্বেরাতসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত

মেহেদি হাসান

“মুক্তবুদ্ধির চর্চা-মুক্ত চেতনাকে লালনই আমাদের লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটিতে হাতের সুন্দর লেখা, কুইজ, ক্বেরাত ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে রানীহাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব প্রতিযোগিতার আয়োজন করে রানীহাটি সাধারণ পাঠাগার। এতে নয়ালাভাঙ্গা, উজিরপুর, রানীহাটি ও ছত্রাজিতপুর ইউনিয়নের ৪২টি বিদ্যালয় ও মাদ্রাসার ৪৬০ জন শিক্ষার্থী এসব প্রতিযোগিতায় অংশ নেন।

প্রতিযোগিতা শেষে রানীহাটি সাধারণ পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনÑ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহম্মেদ মাহাবুব-উল-ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ সাবেক সচিব মো. মজিবুর রহমান, রানীহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, রানীহাটি সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক সিপারুল আনাম।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

রানীহাটি সাধারণ পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন জানান, গত ৩৪ বছর ধরে এই প্রতিষ্ঠানটি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সৃজনশীলতা মেধা বিকাশে এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ