ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
- ২১শে মার্চ ২০২৫ রাত ১০:৫৮:৩৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর

মেহেদি হাসান
ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে পৌরসভা পার্ক থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইউসুফ আল গালিবের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ গোলাম রাব্বানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আব্দুল আলিম, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, তোহরুল ইসলাম সোহেল, আব্দুর রহমানসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ গোলাম রাব্বানী বলেন, "ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে যুদ্ধাপরাধ। বিশ্ব সম্প্রদায়কে এ বর্বরোচিত হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।"
তিনি আরও বলেন, "ফিলিস্তিনের স্বাধীনতার লড়াইকে আমরা সমর্থন করি এবং বাংলাদেশ সরকারসহ মুসলিম বিশ্বকে এ বিষয়ে আরও কঠোর ভূমিকা গ্রহণের আহ্বান জানাই।"
সমাবেশে অন্যান্য বক্তারা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্ৰহণ করার দাবি জানান।
বিক্ষোভ মিছিলে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
০ টি মন্তব্য