গাছে বেঁধে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭ তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দী
- ২০শে মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:৫৮:৫৪
- চাঁপাইনবাবগঞ্জ সদর

মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাটারি চালিত ভ্যানের যাত্রীদের গাছে বেঁধে ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন কক্ষে এতথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার রেজাউল করিম। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। অভিযানে উদ্ধার হয়েছে ভ্যান ও একটি স্মার্টফোন।
গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের রানীবাড়ি-চাঁদপুরের এনামুল হকের ছেলে মো. দেলোয়ার হোসেন (২৪), শফিকুল ইসলামের ছেলে মো. ওয়াসিম (২৮), তহরুল ইসলামের ছেলে তৌহিদ আলী ওরফে সুজন (২৬), মিনহাজুল ইসলামের ছেলে রহমত (২৫), পলাশবাড়ি এলাকার মৃত গিয়াস উদ্দীনের ছেলে লালচান (৩২), গঙ্গারামপুরের মৃত সাইফুদ্দিনের ছেলে দিনুল ইসলাম (৪৩), দানিয়ালপুরের মৃত সাজেমান আলীর ছেলে আনারুল ইসলাম (৫২)।
পুলিশ সুপার রেজাউল করিম বলেন, চলতি বছরের ১১মার্চ রাতে ব্যাটারি চালিত একটি ভ্যানে ৭জন যাত্রী বিয়ের দাওয়াত থেকে নাচোলের আঝইড় গ্রামে ফিরছিলেন। এ সময় নজরপুর গ্রামে ভ্যানটি পৌঁছলে মুখে মাস্ক বাঁধা অবস্থায় হাতে দেশীয় অস্ত্র নিয়ে ৩-৪জন ব্যক্তি গতিরোধ করে ওইসব যাত্রীদের এলোপাথাড়ি মারধর করে। ভ্যানটিসহ প্রায় ৩ লাখ ৪৫ হাজার ৮০০টাকার জিনিসপত্র ছিনিয়ে নেয় তারা। পরে ওইসব যাত্রীরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
তিনি আরও বলেন, ছিনতাইয়ের ঘটনায় গোমস্তাপুর থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি দস্যুতার মামলা করা হয়। তারপরই আসামিদের ধরতে গোমস্তাপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি যৌথ অভিযান শুরু করে। অভিযানে ছিনতাইয়ে সরাসরি যুক্ত থাকা ৪জন ও ছিনতাইয়ের জিনিসপত্র কেনাকাটা করার কারণে তিনজন মোট ৭জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনাটিতে ৩ জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীও দিয়েছেন। পুলিশের যৌথ অভিযানে ছিনতাই হয়ে যাওয়া ভ্যান ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তার ও ছিনতাইকরা মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
০ টি মন্তব্য