ছিনতাইয়ের অভিযোগে জনতার হাতে আটক পুলিশ সদস্য
- ৬ই মার্চ ২০২৫ রাত ০৯:৫৩:১২
- চাঁপাইনবাবগঞ্জ সদর

মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) দুই ঘণ্টা আটকে রাখে স্থানীয় জনতা। বুধবার দিবাগত রাতে সদর উপজেলার হোসেনডাইং এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ওঠায় তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদেস্যর নাম ফিরোজ রানা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দিবাগত রাতে এএসআই ফিরোজসহ মোট ৩জন মিলে চাঁপাইনবাবগঞ্জ সদরের হোসেনডাইং এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাইয়ের চেষ্টা করছিলেন। ছিনতাইয়ের কবলে পড়া ওই ব্যক্তি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গ্র্রামের লোকজনকে অবগত করেন। পরে গ্রামের লোকজন একসঙ্গে মিলে ফিরোজসহ তাদের ধরার জন্য ঘিরে ফেলেন। এ সময় বাকিদুজন পালিয়ে গেলেও এএসআই ফিরোজকে ধরে ফেলেন স্থানীয়রা।
ঝিলিম ইউনিয়নের সদস্য মনিরুল ইসলাম মনি বলেন, স্থানীয় লোকজন তাকে ধরে ফেলার পর নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে সঙ্গে থাকা পরিচয়পত্র দেখান। পরে খবর পেয়ে থানা ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাত সোয়া ১১ টার পর তাকে উদ্ধার করে।
তিনি বলেন, এর আগেও হোসেডাইং এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেজন্য স্থানীয়রা ছিনতাইকারীর কথা শুনে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে মুহুর্তেই ঘটনাস্থলে জড়ো হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, বুধবার রাতে ফিরোজ রানা ডিউটি অফিসার ছিলেন। ডিউটি অফিসার থাকা অবস্থায় কোন অভিযানে যাওয়ার সুযোগ নেই। তার সে কাউকে না জানিয়েদুই সোর্স নিয়ে মাদক উদ্ধারে যাওয়ার কথা বলছে। যেহেতু তার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। সেজন্য তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এছাড়াও ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
০ টি মন্তব্য