আজ বৃহঃস্পতিবার, ২রা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ই মে ২০২৪

র‌হনপুরে র‌্যাবের অভিযান : ১লাখ ৩০হাজার টাকা জরিমানা

News Desk

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে সিএম লাইসেন্স ছাড়া স্ট্যান্ড মার্ক ব্যবহার করে পণ্য উৎপাদন ও বাজারজাত করা অপরাধে মোসর্স এমএম ফুড প্রোডাকক্টস নামে একটি বেকারীকে ১লাখ ৩০হাজার টাকা জরিমান করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই অভিযানা চালায় র‌্যাব।

র‌্যাব জানায়, গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজার এলাকায় মোসর্স এমএম ফুড প্রোডাকক্টস নামে চানাচুর বিস্কিট উৎপাদন কারী প্রতিষ্ঠান সিএম লাইসেন্স গ্রহন না করে পন্য উৎপাদান ও বাজারজাত করার কারনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের নেতৃত্বে রযায বের একটি দল অভিযান চালায়। উল্লেখিত অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ৪১ ধারা এবং বিএসটি আইন ২০১৮ এর ১৫(১) ধারা লংঘনের কারনে প্রতিষ্ঠানটিকে ১লাখা ৩০হাজার টাকা জরিমানা করে সরকারি কোষাগারে জমা করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ