আজ মঙ্গলবার, ১৭ই চৈত্র ১৪৩১, ১লা এপ্রিল ২০২৫

গোমস্তাপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।  সোমবার সকালে পূর্ব ব্রাহ্মনগ্রামের পুকুরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম আব্দুল কাফি। সে ওই গ্রামের আবুল কাশেমের ছেলে। 

স্থানীয়রা জানায়, শিশু আব্দুল কাফি পরিবারের অগোচরে খেলার ফাঁকে কোন এক সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে চারিদিকে খোঁজ নিতে থাকেন। পরে শিশু আব্দুল কাফিকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। সেখান থেকে তাকে  উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী সরকার বলেন, শিশু কাফির প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে মৃতদেহ দেওয়া হয়েছে।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ