চাঁপাইনবাবগঞ্জে সিএজির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেবা কার্যক্রমের উদ্বোধন
- ১২ই মে ২০২৪ রাত ০৯:২৩:৫৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিস।
জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন- পুলিশ সুপার ছাইদুল হাসান।
সভাপতির বক্তব্যে সেবা কার্যক্রম সম্পর্কে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার সাইফুল ইসলাম বলেন, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের সেবার মান মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষে সকল সেবা ডিজিটালাইজড করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের কার্যালয়। এর ফলে সেবাগ্রহীতাগণ ঘরে বসে সকল সুবিধা ভোগ করতে পারবেন। পেনশনভোগীদের বয়স বিবেচনা করে লাইফ ভেরিফিকেশন অ্যাপস চালু করেছে প্রতিষ্ঠানটি। এখন থেকে এ অ্যাপস ব্যবহার করে বাড়ি থেকেই লাইফ ভেরিফিকেশন করতে পারবেন পেনশনভোগীরা।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক, জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স সুপার আব্দুলাহ আল মামুন, নাচোল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল কাদের, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, ভোলাভাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, নির্বাহী অফিসার ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
পরে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এ কে এম গালিভ খাঁনসহ অন্য অতিথিবৃন্দ।
সেবাগ্রহীতাগণ যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সে বিষয়ে বিশেষ নজর দিতে জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের প্রতি বিশেষ নির্দেশনা দেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
০ টি মন্তব্য