আজ মঙ্গলবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১, ৩রা ডিসেম্বর ২০২৪

বিভিন্ন সীমান্তে ৫৯ বিজিবির অভিযান আগ্নেয়াস্ত্রসহ মাদক উদ্ধার

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ওয়ান স্যুটার গান, গুলি, ফেনসিডিল, আজমতপুর সীমান্তে ফেনসিডিল এবং ভোলাহাট সীমান্তে ভারতীয় কালটার বিষ অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়েছে। তবে এসব অভিযানে কাউকে আটক করা যায় নি।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লার নেতৃত্বে, সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দাড়ি তেগাছিয়া নামক স্থানে অভিযাপন পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১টি ওয়ান স্যুটার গান, ২ রাউন্ড গুলি ও ৬৯ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। 

অপর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লার  নেতৃত্বে সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ একটি বিশেষ টহল দল আজমতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোল্লাটোলা আম বাগান নামক স্থানে ২ জন লোককে দেখতে পায়। এ সময়ে টহল দল তাদেরকে ধাওয়া করলে ২টি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ওই স্থান তল্লাশী করে ফেলে যাওয়া ব্যাগ হতে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন ২৬৮ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। গত ৩ আগস্ট অভিযান দুটি চালানো হয়। 

এছাড়া গত ২ আগস্ট রাত সোয়া ১০ টায় ভোলাহাট বিওপির হাবিলদার মো. মন্নু শেখের নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মালচি দাড়া নামক স্থানে অভিযান চালায়। এ অভিযানে মালিক মালিকবিহীন ১৩ বোতল ভারতীয় কালটার বিষ ও ১ বোতল অফিসার্স  চয়েজ মদ আটক করতে সক্ষম হয়। 




মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ