আজ মঙ্গলবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১, ৩রা ডিসেম্বর ২০২৪

শিবগঞ্জে জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা

মেহেদি হাসান

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। 

এ সময় আরো বক্তব্য দেন শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী কমিশন (ভূমি) জোবায়ের হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলামসহ অন্যরা। এছাড়া সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের নানা কর্মসূচি হাতে নেয়া হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ