আজ শুক্রবার, ১৩ই বৈশাখ ১৪৩১, ২৬শে এপ্রিল ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে পৌষ মাসের শীতকালে ব্যাপক বৃষ্টি ঝড় ও শিলা বৃষ্টি- ফসলের ক্ষতি

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে পৌষ মাসে শীতকালে ব্যাপক বৃষ্টি ঝড় ও শিলা বৃষ্টি হয়েছে।  বুধবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময়ে  সামান্য বৃষ্টি উপকারী হলেও ব্যাপক শিলাবৃষ্টি ফসল ও আমের মুকুলের ক্ষতি করবে জানিয়েছে কৃষি বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, এই শিলাবৃষ্টিতে কৃষকের বীজতলা, সরিষা ও আমগাছের কিছুটা ক্ষতি সাধন করেছে।  কিছু জায়গায় আমগাছে অগ্রিম মুকুল এসেছিল সে মুকুল গুলা নষ্ট হয়েছে। 

 তিনি আরও জানান, জেলার গোমস্তাপুর, শিবগঞ্জ,চর অঞ্চলের বিভিন্ন জায়গায় সরিষার ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।  সদর উপজেলার মহারাজপুর, রানিহাটি ,বালিয়াডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতি হয়েছে। 

উল্লেখ্য বুধবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া যায়। এর মধ্যে বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত গোমস্তাপুর উপজেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে। কয়েক জায়গায় জলাবদ্ধতা ছাড়াও শীত জেঁকে বসেছে।

বুধবার চাঁপাইনবাবগঞ্জের আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল। দিনব্যাপী সূর্যের দেখা মিলেনি। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ