আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩১, ২২শে নভেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে লেডিস ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

মেহেদি হাসান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব। শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় লেডিস ক্লাব চত্বরে প্রধান অতিথি   থেকে খাদ্য সামগ্রী  বিতরণ করেন লেডিস ক্লাবের সভাপতি জেলা প্রশাসকের সহধর্মিণী মাহফুজা সুলতানা। 

লেডিস ক্লাবের সভাপতি মাহফুজা সুলতানা বলেন- ঈদ হচ্ছে মুসলমানদের সব চেয়ে বড় উৎসব, এই উৎসবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দরিদ্র মানুষকে এইসব খাদ্য সামগ্রী দিতে পেরে আমরা আনন্দিত। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লেডিস ক্লাব সবসময় মানুষের পাশে  থেকে কাজ করে। আগামীতেও এ ধারা অব্যাহৃত থাকবে।    

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সহধর্মিণী ডা. রেশমা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনজুমান সুলতানা, লেডিস ক্লাবের সদস্য ফারুকা বেগম ও অ্যাডভোকেট আনজুমান আরাসহ অন্যরা। 

উল্লেখ্য ২শ জন অসহায় দুস্থ মানুষের প্রত্যেককে ১ কেজি পোলায়ের চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি পেঁয়াজ,  ২কেজি আলু, ১ প্যাকেট নুডুলস, ১ প্যাকেট খিল ও ১ প্যাকেট লাচ্চা সেমাই, ১টি সাবান, ১ প্যাকেট বুন্দিয়া,১শ গরম মসলা, প্যাকেটজাত দুধ, ১শ গ্রাম কিসমিস, ১শ গ্রাম জিরা প্রদান করা হয়। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ