আজ শনিবার, ১৩ই বৈশাখ ১৪৩১, ২৭শে এপ্রিল ২০২৪

সদর উপজেলার ১৮০ পাটচাষিকে টাকাসহ বিনামূল্যে সার ও বীজ প্রদান

মেহেদি হাসান

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৮০ জন কৃষককে বিনামূল্যে সার ও পাটবীজ প্রদান করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে উচ্চ ফলনশীল পাট ও পাটবীজ আবাদ বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধির লক্ষে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পাটবীজ, রাসায়নিক সার প্রদান করা হয়।

প্রত্যেক পাটচাষিকে ৫০০ গ্রাম পাটবীজ (রবি-১), ১০ কেজি করে ইউরিয়া, ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। এছাড়া আন্তঃপরিচর্যার খরচ হিসেবে প্রতিজন পাটচাষিকে তাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ২ হাজার ৮৩০ টাকা করে প্রদান করা হচ্ছে।

সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে এসব উপকরণ বিতরণ করা হয়। এ-সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সলেহ আকরাম ও আনিসুল হক।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ