আজ বুধবার, ২৫শে বৈশাখ ১৪৩১, ৮ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় দুস্থ ও অসহায় নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ৫ জন দুস্থ ও অসহায় নারীর মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার মেশিনগুলো বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। বিকেলে পৌরভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মেশিনগুলো ওই ৫ নারীর কাছে হস্তান্তর করা হয়।

তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের জেন্ডার অ্যাকশান প্ল্যান(জিএপি) আওতায় এই সেলাই মেশিন বিতরণ কর হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, একটি সেলাই মেশিনের খরিদ মূল্য যত কমই হোক না কেন, একটি পরিবার স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে এর মূল্য অপরিসীম। তিনি বলেন, মহিলারা এ সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করতে পারলে পৌরসভার এ প্রচেষ্ঠা সফল হবে। মেয়র বলেন, ইউজিপ-৩ এর শর্তাবলির মধ্যে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জ ব্যাপক কর্মসূচি পালন করছে।

অনুুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সচিব মামুন অর রশিদ, অ্যাকাউন্টস অফিসার আহসান হাবীব, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, আব্দুল বারেক, সাকেরা খাতুন, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ নূরে আলমসহ পৌরসভার কর্মকর্তারা। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ