চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর উদযাপন
- ১১ই এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২৮:৩৯
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
এক মাস সিয়াম সাধানার পর বৃহস্পতিবার (১১ এপ্রিল) নামাজ আদায়ের মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। জেলা ইসলামিক ফাউন্ডেশনের পরিসংখ্যান মতে জেলায় এবার ৪৩৯টি ঈদগাহে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান মানুষ অংশ নেন ঈদের জামায়াতে। পুরুষদের পাশাপাশি বেশ কিছু ঈদগাহে নারীরাও নামাজ আদায় করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর মিয়াপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এবং একই আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশীদসহ এলাকাবাসী।
অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলসহ এলাকাবাসী।
এদিকে সকাল সাড়ে ৭টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ঈদের নামাজ আদায় করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। পরে ফকিরপাড়া ঈদগাহে মোনাজাতে অংশ নেন জেলা প্রশাসকসহ কর্মকর্তারা। এখানে সকাল সোয়া ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
উপররাজারামপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন।
অন্যদিকে জেলা পুলিশ লাইন্স মাঠে ঈদের নামাজ আদায় করেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসানসহ অন্যান্য কর্মকর্তাগণ।
ইসলামিক ফাউন্ডেশনের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঈদগাহের সংখ্যা ৪৩৯টি। এর মধ্যে সদর উপজেলায় ১৩৪টি, শিবগঞ্জ উপজেলায় ১০৪টি, নাচোল উপজেলায় ৬০টি, গোমস্তাপুর উপজেলায় ১১৪টি এবং উপজেলায় ২৭টি। এর বাইরেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। রানীহাটি ঈদগাহ ময়দানে এবার ৩টি জামায়াত অনুষ্ঠিত হয়। ঈদগাহগুলোয় মুসল্লিদের ঢল নামে।
অপরদিকে বিকেলে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট শিশুপার্ক, জোসনারা পার্ক, বিনোদন স্থানগুলোতে বিনোদনপ্রেমিদের ভীড় জমে।
এদিকে ঈদকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
০ টি মন্তব্য