মেয়াদ উত্তীর্ণ আটা সুজি রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ৮ই এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৪৩:১৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জে মেয়াদ উত্তীর্ণ আটা, সুজি, চকলেট রাখার দায়ে এক ব্যবসায়িকে মোবাইল কোটে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনজুমান সুলতানা এই দণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নং ওয়ার্ডের চরমোহনপুর চকপাড়ায় আব্দুর রহমান নামের এক ব্যবসায়ির বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় সেখানে মেয়াদ ঊত্তীর্ণ ২০০ কেজি প্যাকেটজাত গমের আটা, ১০০ কেজি সুজি ও ১০০ কেজি লবণ ও ১৫ কোটা চকলেট পাওয়ায় ভোক্তা অধিকার আইনে ওই ব্যবসায়ি আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উত্তীর্ণ আটা, সুজি, চকলেটগুলো পানিতে ফেলে নষ্ট করে দেয়া হয়েছে।
০ টি মন্তব্য