আজ শনিবার, ১৪ই বৈশাখ ১৪৩১, ২৭শে এপ্রিল ২০২৪

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইবিএইউবি উপাচার্যের শুভেচ্ছা

মেহেদি হাসান

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে  এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসান শুভেচ্ছা জানিয়েছেন । শুভেচ্ছা বার্তায় তিনি জানান, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন।" তিনি আরও বলেন, "পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।

" প্রিয়বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়। ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ বৈষম্যহীন এক সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানান । এবারের ঈদ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের  কারনে একটু আমেজ কম হলেও আমরা সবাই সরকার নির্দেশিত কথা মেনে চলে ঈদ উদযাপন করি। সামাজিক দুরুত্ব বজায় রাখি। সবাইকে ঈদ মোবারক  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ