নাচোলে নালা ভরাট করায় ২ লাখ টাকা জরিমানা
- ২৮শে ডিসেম্বর ২০২৩ রাত ০৮:৪২:৫৮
- নাচোল
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার নাচোল-আড্ডা সড়কের পাশে সিনেমা হল এলাকায় নালা ভরাট করার অভিযোগে একজনকে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হচ্ছেন নাচোল পৌর এলাকার মাক্তাপুর গ্রামের আব্দুস সামাদ। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান জানান, যে জায়গাটি ভরাট করা হচ্ছিল সেখানে একটি কালভার্ট রয়েছে। নাচোল পৌরসভার সব পানি সেই কালভার্ট দিয়ে নিষ্কাশন হয়। সেখানে একটি কোটি টাকা মূল্যের ২২ শতক সরকারি খাস জমি রয়েছে। সেই জমি তারা দখলের চেষ্টা করছিল। কালভার্টের সেই নালাটি ভরাট করা হচ্ছিল। এরকম সরকারি বেসরকারি কোনো জায়গা ভরাট করতে হলে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমোতি লাগে, ভূমি আইন মানতে হয়। অথচ এর কোনো কিছুই না মানায় তাকে এই জরিমনা করা হয়েছে।
০ টি মন্তব্য