আজ মঙ্গলবার, ৭ই মাঘ ১৪৩২, ২০শে জানুয়ারী ২০২৬

জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি

মেহেদি হাসান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন বিষয়ে জনসচেতনতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জে পৌঁছেছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’।  ২০ জানুয়ারি (মঙ্গলবার ) সকাল সাড়ে ১০ টায় নির্বাচন বিষয়ক প্রচার-প্রচারণার অংশ হিসেবে গাড়িটি চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম (নতুন স্টেডিয়াম ) সামনে মাঠে এসে পৌঁছায়।

দুপুর সাড়ে ১২টায়  ভোটের গাড়ির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণভোট, জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ। জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ বলেন,ভোটাধিকার সম্পর্কে জনগণকে সচেতন করতে এমন উদ্যোগ অত্যন্ত কার্যকর। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

এ সময় মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্বল কুমার ঘোষ, অতিরক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, সদর উপজেলা নির্বাহী অফিসার  মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি, সদর এসিল্যান্ড ইকরামুল হক নাহিদ, শিবগঞ্জ এসি ল্যান্ড তৌফিক আজিজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও তরুণ সমাজ স্বতঃস্ফূর্তভাবে এই প্রচারণায় অংশ নেন।

ভ্রাম্যমাণ ভোটের গাড়ির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের ভূমিকা, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং ফেলানী হত্যাকাণ্ড নিয়ে নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব প্রামাণ্যচিত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক আন্দোলন, মানবাধিকার লঙ্ঘন ও ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়।

এছাড়াও সংস্কৃতি মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নির্মিত পাঁচটি পিএসএ/পিভিসি প্রদর্শনের মাধ্যমে অতীতের গণতন্ত্রহীনতা, সীমান্ত হত্যাকাণ্ড, তরুণ ও নারীদের বঞ্চিত হওয়ার ইতিহাস তুলে ধরা হয়। গাড়ির অডিও-ভিজ্যুয়াল বার্তার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করা হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ