আজ বৃহঃস্পতিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩১, ২১শে নভেম্বর ২০২৪

ভোলাহাটে মুক্তিযোদ্ধা সংসদের ৫২ মধ্যে অবৈধ ৩৮ জন

  • ৭ই ফেব্রুয়ারি ২০২১ দুপুর ০২:২৪:২১
  • ভোলাহাট

News Desk

নিজস্ব প্রতিবেদক : ভোলাহাটে বেসামরিক গেজেট ভূক্ত মুক্তিযোদ্ধাদেও তালিকা যাচাই বাছাই শেষে ৫২জনের মধ্যে ৩৮জনকেই অবৈধ ঘেষনা করা হয়ছে। ৩০ জানুয়ারী সকাল ১১টায় এবিষয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়। বাছাই কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, সদস্য বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান ও নেজামুদ্দিন যৌথভাবে এই শুনানি পরিচালনা করেন।

যাচাই বাছাই শেষে ২ ফেব্রæয়ারি মঙ্গলবার বৈধ কাগজপত্র দেয়ায় ১৪ জনকে বৈধ বলে সুপারিশ করা হয়। বাঁকী ৩৮ জন বৈধ প্রমাণ দিতে না পারায় অবৈধ ঘোষণা করা হয়। বৈধ ১৪জন হলেন, কুরবান আলী, তোরাব আলী, সুরাইয়া খাতুন, নাজনীন নাহার, কহিনুর, সৈয়দ মঞ্জুর হোসেন, নাজমা খাতুন, ইলিয়াস আলী, মেহের নেগার বানু, হেফাজুদ্দিন, শামশুল হক, মমতাজ আলী, আমজাদ আলী ও ফাহিম উদ্দিন।

যাচাই-বাছাই বিষয়ে কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদবলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রানালয় ও জামুকার নীতিমালা অনুয়ায়ি স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে যাচাই বাছাই করে ১৪ জনকে বৈধ ও ৩৮ জনের যথাযথ প্রমান না থাকায় অবৈধ ঘোষনার শুপারিশ করা হয়েছে বলে জানান।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ