আজ শনিবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

ভোলাহাটের দুটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

News Desk

নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দুটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে দলদলি ও জামবাড়িয়া দুটি ইউনিয়নেই আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

ভোলাহাট থানা পুলিশের আয়োজনে জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান মুসফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এস আই শ্যামল কুমার দাস, এএস আই মেহেরুল ইসলাম, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরোন, জামবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুস সামাদ মেম্বার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

অন্যদিকে দলদলি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল বারির সভাপতিত্বে অপর অনুষ্ঠানে ভোলাহাট পুলিশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এস আই আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, মহিবুল হকসহ ইউনিয়নের জনপ্রতিনিধি, থানা পুলিশের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সুন্দর ভোলাহাট উপজেলা উপহার দিতে হলে অপরাধ দমনে সকলকে এগিয়ে আসতে হবে। প্রত্যেক ইউনিয়নে সপ্তাহে দুই দিন করে বিট পুলিশিং সেবা কার্যক্রমে দুই জন অফিসার দায়িত্ব পালন করবেন। এতে ইউনিয়ন পর্যায়ে পুলিশিং সেবা এক ধাপ এগিয়ে যাবে বলেও অভিমত ব্যক্ত করেন বক্তারা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ