ভোলাহাটে চারা রোপণ কর্মসূচির উদ্বোধন
- ১৬ই জুলাই ২০২০ বিকাল ০৫:৪০:০৬
- ভোলাহাট
News Desk
নিজস্ব প্রতিবেদক : মুজিববর্ষ স্বরণীয় করে রাখতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে "মুজিববর্ষের আহ্বান, লাগাই গাছ বাড়াই বন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারাদেশের মত ভোলাহাটেও চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে সামাজিক বন বিভাগের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসনে।
পরে এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়াতনে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুল হামিদ। এ সময় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা সেরাজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।
উল্লেখ্য, ভোলাহাট উপজেলায় ৪০ হাজার বনজ, ফলজ ও ঔষুধি চারা ইউনিয়ন পরিষদ, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হবে।
০ টি মন্তব্য