আজ শনিবার, ২১শে চৈত্র ১৪৩১, ৫ই এপ্রিল ২০২৫

ভোলাহাটে জমজম ট্রাভেলস্ এর উদ্বোধন

News Desk

নিজস্ব প্রতিবেদক : ভোলাহাট থেকে ঢাকাগামী জমজম ট্রাভেলস নামে আরো একটি ঢাকাকোচ চলাচল শুরু করেছে। বুধবার বিকেলে উপজেলার মেডিকেলমোড়ে জমজম ট্রাভেলস্ এর নিজস্ব কাউন্টারের উদ্বোধন করা হয়।

বাজার কমিটির সভাপতি আফরাজুল হক বাবুর সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন প্রমুখ।

ট্রাভেলস এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন মেডিকেলমোড় হতে সন্ধ্যা ৭টায় কোনাবাড়ী, গাজীপুর, উত্তরা হয়ে মিরপুর-২ ও গাবতলী যাবে এবং সন্ধ্যা সাড়ে ৭টায় আরো একটি বাস সাভার নবীনগর, হেমায়েতপুর হয়ে মিরপুর-২ পর্যন্ত যাবে। বাসের ভোলাহাট টিকিট কাউন্টারের ইনচার্জ জহরুল ইসলাম বলেন, যথেষ্ট চেষ্টা করবেন যাত্রীদের যথাযথ সেবা দেয়ার।

পরে মেডিকেলমোড় মসজিদের ইমাম মাও. মোঃ রেজুয়ান হক বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ