আজ শুক্রবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩১, ২২শে নভেম্বর ২০২৪

ভোলাহাটে ৮শ মানুষের মাঝে আলীগের ত্রাণ বিতরণ

মেহেদি হাসান

ভোলাহাট উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় ৮ শ কর্মহীন, অসহায়, দরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) উপজেলার চারটি ইউনিয়নে স্থানীয় সরকার বিভাগের ত্রাণ কর্মসূচির আওতায় প্রত্যেককে ১০ কেজি চাল প্রদান করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন মন্ডলের ব্যবস্থাপনায় এই ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে জামবাড়ীয়ায় সকাল ৯টা থেকে ত্রাণ দেয়া শুরু হয়। পর্যায়ক্রমে ভোলাহাট সদর, গোহালবাড়ী ও দলদলী ইউনিয়নে এ সহায়তা প্রদান সম্পন্ন হয়।


ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মঈনুদ্দীন মন্ডলের পত্নী নারী নেত্রী ময়না খাতুন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আশরাফুল হক চুনু ও সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, জেলা পরিষদ সদস্য (সংরক্ষিত) হোসনে আরা পাখি, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, আওয়ামী লীগ নেতা সাইফুল আহমেদ বিশ্বাস, সেলিম রেজাসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। এ সময় নেতৃবৃন্দ সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবেলায় এগিয়ে আসার আহবান জানানো হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ