শিবগঞ্জে ঈদুল আজহা উপলক্ষে মতবিনিময়
- ৭ই জুলাই ২০২২ রাত ০৮:৩৭:০৯
- শিবগঞ্জ
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আসন্ন ঈদুল আজহা উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মেদসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিগণ।
উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে আসন্ন পবিত্র ঈদুল আজহা উদ্যাপন ও পশু কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা, স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণ ও উপজেলায় ঈদ জামায়াতের বিষয়ে আলোচনা করা হয়।
ঈদের নামাজ ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক মাস্ক ব্যবহার নিশ্চিত করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজস্ব জায়নামাজ সঙ্গে নেয়ার কথাও আলোচনা হয়।
০ টি মন্তব্য