আজ মঙ্গলবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১, ৩রা ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম ক্রয় বিক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন

মেহেদি হাসান

চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আম ক্রয় বিক্রয়ের উদ্বোধন করলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। সোমবার (৩০ মে) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামে আম পাড়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এ সময় তিনি সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় জানান, আম চাষিদের স্বার্থে এ বছর আম পাড়ার নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ করা হয় নি। তবে এ সুযোগকে কাজে লাগিয়ে কোনভাবেই কোন অসাধু চাষি বা ব্যবসায়ী অপরিপক্ব আম পাড়তে পারবে না। এ ধরনের কাজ করলে প্রশাসনের পক্ষ থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের পত্নী মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহমেদ মাহবুব উল ইসলামসহ বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ, শিবগঞ্জ আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক টিপুসহ আমচাষি ও ব্যবসায়ীরা।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ