কানসাট ইউপি নির্বাচন তিন পদে মনোনয়ন জমা দিলেন ৬১ প্রার্থী
- ১৭ই মে ২০২২ সন্ধ্যা ০৭:৫০:৩৫
- শিবগঞ্জ
মেহেদি হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউপি নির্বাচনে তিনটি পদে ৬১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৪ জন, সাধারণ সদস্য পদে ৪১ ও সংরক্ষিত সদস্য পদে ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে বেনাউল ইসলাম এবং স্বতন্ত্রী প্রার্থী হিসেবে হাবিব উল্লাহ, সেফাউল মূলক ও রবিউল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৬ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়ার্ডে ৮ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন ও ৯নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এছাড়া সংরক্ষিত ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৭ জন ও ৩নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এসব তথ্য নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কানসাট ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তাসিনুর রহমান জানান, মনোনয়নপত্র যাচাই-বাছাই আগামী ১৯ মে, প্রার্থী প্রত্যাহার ২৬ মে এবং ১৫ জুন ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
০ টি মন্তব্য