আজ মঙ্গলবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১, ৩রা ডিসেম্বর ২০২৪

শিবগঞ্জে ট্রাক চাপায় স্কুলছাত্রী নিহত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া এলাকায় ট্রাক চাপায় মুনিরা খাতুন (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। নিহত স্কুলছাত্রী উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামের মমিন আলীর মেয়ে ও পুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার কানসাট ইউনিয়নের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর দেড়টার দিকে মুনিরা খাতুন রাস্তা পার হওয়ার সময় সোনামসজিদ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মুনিরা। এর পর পরই স্থানীয় জনতা ঘটনাস্থল ও ইসরাইল মোড় এলাকায় একত্রিত হয়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুই পাশে দুই শতাধিক যানবাহন আটকা পড়ে। এ সময় পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ও উত্তেজিত লোকজনকে রাস্তা থেকে সরিয়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে নিহত স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে  ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও সহকারী পালিয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ