আজ সোমবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩১, ২৫শে নভেম্বর ২০২৪

শ্যামপুর মাদরাসায় জাতীয় পতাকা অবমাননা করার অভিযোগ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে আলহাজ্ব ফিরোজ আহম্মেদ কবিরাজ হাফেজিয়া ও নূরানিয়া মাদরাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদকের প্ররোচনায় গত ১৪ মে পতাকা ষ্ট্যান্ডের দড়িতে জুতা সান্ডেল ঝুলিয়ে জাতীয় পতাকাকে অবমাননা করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ম্যানেজিং কমিটি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে গতকাল রবিবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম।

এসময় তিনি অভিযোগ করে বলেন, ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম নেপথ্যে থেকে কতিপয় বিতর্কিত লোকজন কর্তৃক গত ১৪ মে এক স্কুল ছাত্রকে দিয়ে জাতীয় পতাকার ষ্ট্যান্ডের রশিতে জুতা সান্ডেল ঝুলিয়ে দেন, যা অবমামনার সামিল। ্িবষয়টি এলাকাবাসীর গোচরীভুত হলে তাৎক্ষনিক তারা এর প্রতিবাদ ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে লিখিত অভিযোগ দেন। তিনি আরো অভিযোগ করেন কমিটির সাধারণ সম্পাদক তাফসির করার নামে অবৈধভাবে অর্থ সংগ্রহ করে টাকা তোষরুপ করেন এমনকি মাদরাসার দাতা সদস্যদের বিরুদ্ধে গ্রামের কিছু কতিপয় কুচক্রি মহলকে নিয়ে মাদরাসাটিকে ক্ষতিগ্রস্থ করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছেন। যেসব কুচক্রীমহল জাতীয় পতাকাকে অবমাননা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সহ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ মেহেদী আলম।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ