আজ রবিবার, ১৫ই ভাদ্র ১৪৩২, ৩১শে আগস্ট ২০২৫

শিবগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে গোলাম আজম নির্বাচিত

  • ৩১শে মার্চ ২০২১ সন্ধ্যা ০৬:৫৪:৪৬
  • শিবগঞ্জ

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে স্থগিত হওয়া কাউন্সিলর পদে নির্বাচনে গোলাম আজম উটপাখি প্রতীক নিয়ে ১১০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পান এক হাজার চারশত ২০ ভোট ।

তার নিকটতম প্রতিদ্বন্দি খাইরুল আলম জেম পানির বোতল প্রতীকে পেয়েছেন ১,৩১০ ভোট । স্থগিত হওয়া ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ বিকেল চারটায় শেষ হলে বিকেল সাড়ে চারটার দিকে ফলাফল ঘোষনা করে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশগ্রহণ করেন খাইরুল আলম জেম (পানির বোতলের প্রতীক), গোলাম আজম ও সফিকুল ইসলাম পাসবান এবং আব্দুস সামাদ।

এ ওয়ার্ডে দুটি কেন্দ্রে মোট ভোটার ছিল ৩ হাজার ৪ শ ৩৫ জন। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারী শিবগঞ্জ পৌরসভায় নির্বাচন হলেও ৯ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী আবদুস সালামের মৃত্যুজনিত কারণে ওই পদে নির্বাচন স্থগিত করে ৩১ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ১৪ ফেব্রুয়ারী মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নির্বাচন সম্পন্ন হয়।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ