আজ শনিবার, ২১শে বৈশাখ ১৪৩১, ৪ঠা মে ২০২৪

নির্বাচনে বিজয়ী হলে শিবগঞ্জ পৌরসভা হবে জনবান্ধব ও দুর্নীতিমুক্ত - মনিরুল ইসলাম

  • ১০ই ফেব্রুয়ারি ২০২১ সন্ধ্যা ০৭:১১:৩৬
  • শিবগঞ্জ

মেহেদি হাসান

আসন্ন ১৪   ফেব্রুয়ারি  রোববার অনুষ্ঠিত শিবগঞ্জ  পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওযামী লীগের মনোনীত প্রার্থী  সৈয়দ মনিরুল ইসলাম বিজয়ী হলে শিবগঞ্জ পৌরসভা হবে দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পৌরসভা।  যে পৌরসভায় থাকবেনা কোন স্বজনপ্রীতি,  টেন্ডারবাজী জনগনের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট,  পৌর এলাকার অতি দরিদ্র মানুষের জন্য অযৌক্তিক, বর্ধিত পৌরকর বাতিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিবগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্র্ণ এলাকাসমূহে সিসি ক্যামেরা স্থাপন, শিল্প ও বাণিজ্য উদ্যোক্তা সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ,  খেলাধুলার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে ও তরুণ প্রজন্মকে  খেলাধুলায় সম্পৃত্ত করতে আরো উন্নত আধুনিক শিবগঞ্জ  স্টেডিয়াম, সুইমিং পুল ও জিমনেসিয়াম নির্মাণ, মসজিদ-ঈদগাহ-কবরস্থানের উন্নয়ন,  পৌর এলাকাকে মাদকমুক্ত  ঘোষণাসহ মাদকাসক্ত নিরাময়  কেন্দ্র নির্মাণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করতে বর্জ্য  শোধনাগার নির্মাণ,  নৈশ বিদ্যালয় নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা করা, জলাবদ্ধতা নিরসনে  ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ঘটানো, নাগরিক  সেবাকে অন লাইনের আওতায় আনা, আমের বাজার সৃষ্টিতে উদ্যোগ গ্রহণ ও আম সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহনসহ  মোট ২৬টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন সৈয়দ মনিরুল ইসলাম। 

বুধবার বিকাল ৪টায় শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ডাক বাংলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে শিবগঞ্জ  পৌরসভার নির্বাচন পরিচালনা কমিটি।  শিবগঞ্জ  পৌরসভার উন্নয়ন পরিকল্পনা উপস্থাপনকালে এ সময় অন্যান্যের মধ্যে শিবগঞ্জ উপজেলা পরিষদ  চেয়ারম্যান  সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম টুটুল খান, সাংগঠনিক সম্পাদক প্রভাষক  মো. আসাদুুজ্জামান আসাদ, কানসাট ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান  বেনাউল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের  নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ