শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ বোন নিহত
- 18 October 2020 18:24 PM
- শিবগঞ্জ
- ডেস্ক নিউজ

শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ বোন নিহত হয়েছেন। নিহতরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর বাসুদেবপুর গ্রামের রজব আলীর স্ত্রী মাসরুফা বেগম (২২) ও মাসরুফার বোন খাদিজা ওরফে সাথী খাতুন (১৬)।
শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ জানান, রজব আলী তার স্ত্রী, শ্যালিকা ও শিশু সন্তান মাইসাকে নিয়ে মোটর সাইকেল যোগে সোনামসজিদ এলাকায় বেড়াতে যাচ্ছিলেন।
পথে ছোট সোনামসজিদ এলাকায় পৌঁছালে একটি ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাসরুফা খাতুন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান সাথী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসরুফার মরদেহ উদ্ধার করে। রজব আলী (২৯) চরবাসুদেবপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। মোটর সাইকেল চালক রজব আলী ও তার আড়াই বছন বসীয় শিশু মাইসা সুস্থ আছে। ওসি আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। তবে ট্রাক ও চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।
০ টি মন্তব্য