আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩১, ২৩শে নভেম্বর ২০২৪

শিবগঞ্জে ভেজাল গুড় তৈরির অপরাধে অর্থদণ্ড

মেহেদি হাসান

শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোসা. সুফিয়া বেগম নামের এক নারীকে ভেজাল মিশ্রিত গুড় তৈরির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকেলে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব-আল-রাব্বি এই দণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব-আল-রাব্বির নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই মোবাইল কোর্টে কানসাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা মো. শরিফের স্ত্রী মোসা. সুফিয়া বেগমকে ভেজাল মিশ্রিত গুড় তৈরির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে বেশ কিছু গুড় ও ভেজাল উপকরণ ধ্বংস করা হয়।
এই তথ্য নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব-আল-রাব্বি বলেন- ভবিষ্যতে এ ধরনের অভিযান আরো কঠোরভাবে পরিচালনা করা হবে। যে কোনো অপরাধ দমনে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সার্বিকভাবে সহায়তা করার আহ্বান জানান তিনি।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ