আজ শুক্রবার, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ই মে ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে ভিডিওকলে মায়ের মৃতদেহ দেখানো হলো হাজতিকে

মেহেদি হাসান

ডেস্ক নিউজ : ভিডিওকলের মাধ্যমে মৃত মায়ের মুখ দেখার সুযোগ পেলেন মো. আব্দুস সালেক নামে এক হাজতি। হাজতি সালেক জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি একটি মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে রয়েছেন।

জেলা ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা গেছে, হাজতি আব্দুল সালেকের মা মৃত্যুবরণ করায় তিনি আইনজীবীর মাধ্যমে জেলা ম্যাজিস্ট্রেট বরাবর প্যারোল চেয়ে আবেদন করেন। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে তাকে প্যারোলের পরিবর্তে ভিডিওকলের মাধ্যমে তার মৃত মায়ের মুখ দেখার সুযোগ করে দেয়া হয়।

বৃহস্পতিবার সকাল ৭টায় জেলা কারাগার থেকে তিনি মৃত মায়ের মুখ দেখেন এবং স্ত্রী-সন্তানদের সঙ্গে কথা বলেন। এই সুযোগ করে দেয়ায় আব্দুল সালেক ও পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটকে ধন্যবাদ জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ