ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন
- ১১ই মার্চ ২০২৫ বিকাল ০৫:০৫:৩৫
- চাঁপাইনবাবগঞ্জ সদর

মেহেদি হাসান
‘ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই’ স্লোগানকে সামনে রেখে এবং ‘দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে’ চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবী প্ল্যাটফরম এই কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান, স্বেচ্ছাসেবক মশিউর রহমান, আকবর আলী, আবু সালেক, হাফিজুর রহমান, রুকাইয়া খাতুন পুস্পা, আব্দুর রহিম, মাহিন খানসহ অন্যরা। মানববন্ধন সঞ্চালনা করেন ওয়ালিদ হাসান মাইনুল।
বক্তারা বলেন প্রয়োজনে আইন সংস্কার করে ধর্ষকদের বিচার কার্যক্রম দ্রæত সম্পন্ন করতে হবে। দেরি হলেই ধর্ষকরা জামিনে বেরিয়ে যেতে পারে। তারা ধর্ষকদের ফাঁসির দাবি জানান।
০ টি মন্তব্য