জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা
- ৭ই মার্চ ২০২৫ রাত ১০:৫৮:৫২
- চাঁপাইনবাবগঞ্জ সদর

মেহেদি হাসান
জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ ও বাংলাদেশে গ্ৰাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প আয়োজনে শুক্রবার (৭ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্ৰাম আদালত আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা, এটি একটি প্রশাসনিক ব্যবস্থা। এক্ষেত্রে চেয়ারম্যানদের সকলকে এক মনে করে কাজ করতে হবে। কোন দলের হয়ে কাজ করা যাবেনা। অনেকেই এ আদালতের রায় মানেনা বা বিচারের দিন উপস্থিত হননা। মনে করেন চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের কোন ক্ষমতা নেই। গ্ৰাম আদালতে না মানার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। যতদিন রায় মানার সংস্কৃতি না মানতে পারলে কোন নিষ্পত্তি হবেনা। তখন দেওয়ানি ও ফৌজদারি আদালতে হাজির হন।
সমন্বয় সভায় স্থানীয় সরকার বিভাগ চাঁপাইনবাবগঞ্জ উপপরিচালক ( ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ তাছমিনা খাতুন, নাচোল উপজেলা নিবার্হী অফিসার নীলুফা সরকার, শিবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ আজহার আলীসহ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের গ্রামীন এলাকার জনগণ বিশেষতঃ নারী ,জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত গোষ্ঠির মানুষের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করা হচ্ছে প্রকল্পের মূল উদ্দেশ্য এবং স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ও সহযোগি সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অরগানাইজেশন ই এস ডিওর জেলার ৫টি উপজেলার ৪৫ টি ইউনিয়নে প্রত্যক্ষভাবে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পে কাজ চলমান রয়েছে বলে জানান আয়োজকরা।
০ টি মন্তব্য