শ্রমিক কল্যাণ ফেডারেশনের দাওয়াতি শ্রমিক সমাবেশ
- ২০শে ডিসেম্বর ২০২৪ রাত ০৮:৪৭:২৮
- চাঁপাইনবাবগঞ্জ সদর
মেহেদি হাসান
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য’এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘দাওয়াতি শ্রমিক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের নয়ানশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১০নং ওয়ার্ড সভাপতি মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য দেন, জেলা জামায়াতের আমীর- মাওলানা আবুজার গিফারী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, সংগঠনটির সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমীর গোলাম রাব্বানী, পৌর শাখার সভাপতি এনায়েতউল্লাহ,, সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ অন্যরা।
নুরুল ইসলাম বুলবুল বলেছেন, আওয়ামী লীগ আমলে কেউ কোনো বিনিময় ছাড়া চাকরি পায়নি, লুটপাট, ভাগবাটোয়ারা করে ১৫ বছর দেশ শাসন করেছে। ৫ আগস্ট এর মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ছাত্রদের আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। সব মিলিয়ে যার যা অধিকার তাই ফিরিয়ে পাওয়ার অধিকার। আমরা ন্যায় বিচার চাই। বিগত ৫৩ বছরে বাংলাদেশে কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। এখানে জনগণের অধিকার এখনো প্রতিষ্ঠা পায়নি।
০ টি মন্তব্য