আজ মঙ্গলবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১, ৩রা ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মেহেদি হাসান

নবাবগঞ্জ সরকারি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের বরণ উপলক্ষে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার ও আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিকুল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ দুরুল হোদা, সাহিত্য ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ গোলাম মোস্তফা উচ্চ মাধ্যমিক ভর্তি কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের সহযোগী  অধ্যাপক এবিএম আবদুল হামিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ ও ইংরেজি বিভাগের প্রভাষক তামান্না তাবাসসুম উর্মি।

অনুষ্ঠানের শেষপর্বে ছিলো বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বেতার ও টেলিভিশনের শিল্পীরা অংশগ্রহণ করেন।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ