আজ মঙ্গলবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১, ৩রা ডিসেম্বর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক মামলায় দুই ইউপি চেয়ারম্যানসহ ১১ জন কারাগারে

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা মামলায় ২জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

গতকাল মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত সদর) মো. আশরাফুল ইসলাম এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে গত ১ নভেম্বর মো. ইউসুফ আলী নামে বারোঘরিয়া কালিতলার এক ব্যক্তি বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। মামলায় চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ, মহারাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাহিদ ইসলাম রাজন, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের হারুন অর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৬ জনের নাম উল্লেখ করা হয়। মামলায়, শান্তি মোড়ে শিক্ষার্থীদের আন্দোলনে যোগদানের জন্য আসার পথে শিবতলা এলাকায় হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়।

আসামি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জানান, ওই মামলায় ২৬ জন আসামির মধ্যে আজ (গতকাল) ১১ জন বিজ্ঞ আদালতে উপস্থিত হয়ে জামিনের জন্য আবেদন করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

জামিন না মঞ্জুর হওয়া আসমিরা হলেন, মামলার ২ নং আসামি মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নাহিদ ইসলাম রাজন (৪৫),৩ নং আসামি বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, বারঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামলার ৬ নং আসামি মো. খোকনসহ বাবুল কাসারি, সেলিম দালাল, আব্দুল্লাহ মেম্বার, হেরজ আলী, সওদাগর আলী, হজরত আলী মেম্বার, মো. সাত্তার ও মো. তারাজ আলী। 

এদিকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, জামিন নামঞ্জুর হওয়া এই ১১ জনকে বিজ্ঞপ্তি আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ