আজ মঙ্গলবার, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১, ৩রা ডিসেম্বর ২০২৪

বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলীর দাফন সম্পন্ন

মেহেদি হাসান

শেষ শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে দেশের বিশিষ্ট প্রসিদ্ধ চাল ব্যবসায়ী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি, চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলার বাসিন্দা এবং এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তার নয়াগোলাস্থ বাসভবনের পিছনে চাতালে প্রথম,  এরফান গ্রুপ মসজিদের সামনে সকাল ১১টায় দ্বিতীয় এবং তার পৈত্রিক নিবাস নামোশংকরবাটির আব্দুল আজিজ গোরস্থান (ভাদু পন্ডিতের স্কুল ) মাঠে দুপুর ২টায়  তৃতীয় নামাজে জানাজার পর সেখানে তাকে দাফন করা হয়।

জানাজায় সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, হারুনুর রশীদ হারুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, আলহাজ¦ মাওলানা আব্দুল মতিন, জেলা জামায়াতের আমির মাওলানা আবুজার গিফারী,সাবেক আমীর আলহাজ¦ রুফকুল ইসলাম, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ মসিউল করিম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। 


গত ৩ নভেম্বর  রবিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

এরফান আলী করোনাকালীন (কোভিড-১৯) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বহু শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। 

সমাজসেবী এরফান আলী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন।

এরফান আলীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ