আজ বুধবার, ২৯শে কার্তিক ১৪৩১, ১৩ই নভেম্বর ২০২৪

শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যদের ছেলে-মেয়ের বিয়ের জন্য বরাদ্দকৃত অর্থ ও মৃত সদস্যদের পরিবার বর্গকে এককালীন অর্থ প্রদান করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় শ্রমিক ভবনের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদেরকে সংগঠনটির পক্ষ থেকে এই অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদশ জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। 

সংগঠনটির সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার। উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর গোলাম রাব্বানী ও সেক্রেটারি মোক্তার হোসেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি মোজাম্মেল হকসহ শ্রমিক নেতারা। 

পরে ৩ জন মৃত সদস্যের পরিবারকে ৭০ হাজার টাকা করে এবং ছেলের বিয়ের জন্য ৩জনকে ২০ হাজার টাকা করে ও ৯জনকে ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ