আজ বৃহঃস্পতিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩১, ২১শে নভেম্বর ২০২৪

আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই- ডা.শফিকুর রহমান

মেহেদি হাসান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। যেখানে থাকবেনা কোন বৈষম্য, থাকবেনা কেউ বেকার, থাকবেনা মালিক শ্রমিক ভেদাভেদ ও বৈষম্য। সমাজ ও রাষ্ট্র কল্যাণকামী হলে এ দেশে টাকা পাচারকারী, লুঠনকারী, চোর ডাকাত, দুর্নীতিবাজ থাকবেনা। গত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ দেশে অত্যাচার, গুম, খুন, বিরোধীদল দমন করেছে। তারা কখনো জনগণের সেবক হতে পারেনি। শনিবার (১৯ অক্টোবর)  সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে শংকরবাটী হেফজুল উলুম এফ কে কামিল মাদ্রাসা মাঠে রুকন সম্মেলনে প্রধান অতিথর বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জামায়াতে ইসলামি চাঁপাইনবাবগঞ্জ  জেলা আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আরো বলেন, আওয়ামী লীগ চেয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামকে মাটির সাথে মিশিয়ে দিতে। কিন্তু তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। আমাদের প্রতীক কেড়ে নিতে চেয়েছিল শেষ পর্যন্ত নির্বাহী আদেশে আমাদের দলের নিবন্ধন বাতিল করেছিল। কিন্তু তারা সফল হতে পারেনি। এ জাতির সাথে আল্লাহ রয়েছেন। বিগত সাড়ে ১৫ বছরে ভোটের নামে নির্বাচন কেন্দ্রগুলোতে মানুষ ভোট দিতে যেতে পারেনি। সেখানে কুকুর প্রশান্তির ঘুম ঘুমিয়েছে। এদেশের আলেম ওলামাদের উপর নির্যাতন চালানো হয়েছে। বিচারের নামে এ দেশে প্রহসন হয়েছে। আমাদের আমীরে জামায়াত মতিউর রহমান নিজামীসহ আমাদের নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। আমরা চাই তাদের তৈরি আদালতে তাদেরও বিচার হবে। 

জেলা জামায়াতের সেক্রেটারী  অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সম্মেলনে  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন   কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল,  কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন,   কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  মো. রফিকুল ইসলাম,  কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক  পৌর  মেয়র  মো. নজরুল ইসলাম,  কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী,  কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সাবেক এমপি,  জেলা নায়েবে আমির অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা  চেয়ারম্যান,  জেলা সহকারি  সেক্রেটারি অধ্যাপক মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ  পৌর আমির হাফেজ মাওলানা  গোলাম রাব্বানী,  সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীমসহ অন্যান্য  নেতৃবৃন্দ। এর আগে স্থানীয় শহীদ সাটু হলে জাবালুন নূর আল জামিয়াতুল ইসলামিয়া আয়োজিত সূধী সমাবেশ ও পাগড়ী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান।  


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ