চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান ৩টি দোকানে জরিমানা
- ১৪ই অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪২:০২
- চাঁপাইনবাবগঞ্জ সদর

মেহেদি হাসান
নিত্যপ্রয়াজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি তদারকিকরণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে। সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালুগ্রাম মোড় এলাকায় খাবার হোটেল, চাল, ডিমের আড়ত, ভোজ্য তেল, চিনি, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের পাইকারী ও খুচরা বাজারে এই অভিযান চালানো হয়।
এসময় বালুগ্রাম মোড়ে ভাইভাই হোটেলকে ১০ হাজার টাকা, ইসলাম মুদি দোকানকে ২ হাজার ও একটি জুবায়ের আদর্শ ডিমের আড়তকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এইসব ব্যবসাপ্রতিষ্ঠানে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী পৃথক ৩ টি মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয় বলে টাস্কফোস্ক জানায়। এছাড়াও বিভিন্ন বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব, কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের এক্সপার্ট কিউরার মোহা. শহীদুল ইসলাম, জেলা ক্যাবের সেক্রেটারি আব্দুর রহিম, শিক্ষার্থী প্রতিনিধি সাব্বির হোসেন, আহম্দে ইমতিয়াজ পারভেজ ও শাকির আহমেদ।
০ টি মন্তব্য