আজ শুক্রবার, ৩রা কার্তিক ১৪৩১, ১৮ই অক্টোবর ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মেহেদি হাসান

শিক্ষকের কণ্ঠস্বরঃ শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে  পালিত হয়েছে ''বিশ্ব শিক্ষক দিবস '' ।  শনিবার ( ৫ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের সকাল দশটায় জেলা প্রশাসন চত্বর হতে  জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। 

 নবাবগঞ্জ সরকারি কলেজের এম এন খান অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।   নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম তরুর সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ ।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ   সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার, সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মোঃ জেহের আলী । 

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তরিকুল আলম সিদ্দিকী নয়ন, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ   ড.  মোঃ ইমরান হোসেন, রেহাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  তোজাম্মেল হক জামিল,নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের  সিনিয়র শিক্ষক শিক্ষক লিনস হাঁসদা। 



মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ