আজ মঙ্গলবার, ১লা আশ্বিন ১৪৩১, ১৭ই সেপ্টেম্বর ২০২৪

ইপিএস কর্মীদের সমস্যা নিয়ে বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দের সাথে রাষ্ট্রদূতের মতবিনিমিয়

মেহেদি হাসান

ইপিএস কর্মীদের বিভিন্ন সমস্যা নিয়ে দক্ষিণ কোরিয়ার বাংলাদেশী বিভিন্ন কমিউনিটি ও সংগঠনের সাথে বাংলাদেশী রাষ্ট্রদূতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সোমবার রাষ্ট্রদূত এইচ.ই.মোঃ দেলোয়ার হোসেনের আহ্বানে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দক্ষিণ কোরিয়ায় বসবাসরত ইপিএস কর্মীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান প্রক্রিয়া নিয়ে বিস্তর আলোচনা হয়। উল্লেখ্য, সম্প্রতি দেশে ছাত্র-জনতা আন্দোলনের মুখে বিতাড়ীত স্বৈরসাশকের আমলে দূতাবাসে প্রবাসী সেবার মান নিয়ে আপত্তি জানিয়ে সংগঠনগুলোর দেয়া স্মারকলিপির প্রেক্ষিতে রাষ্ট্রদূত এই সভার আয়োজন করেন। 

সভায় বাংলাদশে দূতাবাসের সেকেন্ড সচিব মিসপি সরেন, ইপিএস বাংলা কমিউনিটির উপদেষ্ট ফারুক হোসেন, সহ-সভাপতি নাজমুল ইসলাম, কোরিয়া মুসলিম কমিউনিটির অফিস সম্পাদক এম.এ.মাহবুব, ইপিএস ওয়েলফেয়ার এন্ড স্পোর্টস ওয়ারগানাইজেশ ইসো’র স্থায়ী কমিটির সদস্য মো: মোবাশশের হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলোন।

সভায় রাষ্ট্রদূত জানান, আপনাদের দাবীর প্রেক্ষিতে ইতোমধ্যে কিছু সমস্যা সমাধান করা হয়েছে। বাকিগুলো গুরুত্বের বিবেচনায় পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ