আজ শুক্রবার, ৪ঠা আশ্বিন ১৪৩১, ২০শে সেপ্টেম্বর ২০২৪

শিবগঞ্জে ট্রাক উল্টে পুকুরে দুই শ্রমিক নিহত

মেহেদি হাসান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সিমেন্টবোঝাই ট্রাক উল্টে পুকুরে পড়ে ট্রাকের ওপরে থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের মৃত হেরাশ উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) ও মৃত ইদ্রিস আলীর ছেলে ফানু আলী (৫০)।

 শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সিমেন্টবোঝাই একটি ট্রাক পিরোজপুর থেকে বারিকবাজারে নিয়ে যাচ্ছিলেন চালক। পথে সোনাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তা থেকে ট্রাকটি উল্টে গিয়ে একটি পুকুরের মধ্যে পড়ে যায়। এসময় ট্রাকের ওপরে থাকা লোড-আনলোডের কাজে নিয়োজিত ৬ জন শ্রমিকের মধ্যে রাজ্জাক ও ফানু আলী ঘটনাস্থলেই মারা যান। বাকি চারজন সামান্য আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে যায়। 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ওসি সাজ্জাদ হোসেন। 

মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ