আজ শুক্রবার, ৪ঠা আশ্বিন ১৪৩১, ২০শে সেপ্টেম্বর ২০২৪

সাবেক এমপি ওদুদসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

মেহেদি হাসান

আজম আলী নামে বিএনপির এক কর্মীকে হত্যাচেষ্টার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল ওদুদসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিরহামপুর গ্রামের মৃত জোবদুল হকের ছেলে মোহা. বাবু বাদী হয়ে গত ১৯ আগস্ট রাতে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া গতকাল বৃহস্পতিবার রাতে জানান, মামলায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদসহ ২০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। 

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, গত ৫ আগস্ট বিকেলে সদর উপজেলার সোনাপুরে আসামিরা ককটেল, ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ভাতিজা আজম আলীর ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হয় আজম আলী। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সদর ওসি এস এম জাকারিয়া আরো জানান, বাদীর এজাহার পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।


মন্তব্য সমুহ
০ টি মন্তব্য
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
এই শ্রেনির আরো সংবাদ

ফিচার নিউজ